নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ ৯ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ রঞ্জিত দাস (৩০) নামের এক ব্যক্তি আটক করেছে।

সে দক্ষিণ সুমামগঞ্জ থানার মির্জাপুর গ্রামের রাজেন্ত দাসের পুত্র। শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের পুরান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি রফিকুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই মো.আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মদসহ মাদক ব্যবসায়ী রঞ্জিত দাসকে আটক করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনি একাধিক মামলা রয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

নিউজবাংলা/একে