নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:
মেষ: মাত্রাছাড়া ক্রোধ বিড়ম্বনা ডেকে আনতে পারে। সামাজিক অনুষ্ঠানে সমস্যা মিটিয়ে বাহবা লাভ। গুরুজনের পরামর্শ মেনে কাজ করা দরকার।

 

বৃষ: ব্যবসায় বাড়তি বিনিয়োগে রাশ টানা দরকার। প্রিয়জনের স্বাস্থ্য-বিভ্রাটে হয়রানি ও বহু ব্যয়ে নাজেহাল। বন্ধুর ব্যবহারে অসঙ্গতির জন্য মনঃকষ্ট।

মিথুন: প্রাচীন সম্পত্তির সংস্কার ও নবনির্মাণের জন্য অর্থের সংস্থান। উত্তেজনা প্রশমনে ব্যর্থ হলে মানসিক সমস্যা বাড়তে পারে। বিরোধ সামলে পরিবারের মানরক্ষা।

কর্কট: কর্মকুশলতার স্বীকৃতি ফের বিলম্বিত হওয়ায় হতাশা। একাধিক উপায়ে উপার্জন বাড়তে পারে। সপরিবার দূরভ্রমণের যোগাযোগ।

সিংহ: নতুন কর্মোদ্যমে সাফল্যের সূচনা। গোপনতা রক্ষায় শৈথিল্যের জেরে বিপত্তি ও মানহানির আশঙ্কা। বেহিসেবি খরচের জেরে আর্থিক টানাটানি।

কন্যা: ব্যবসায় গুপ্তশত্রুতায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। শ্বশুরকুল সূত্রে অর্থসম্পত্তির প্রাপ্তিযোগ। জনহিতকর কাজে সামাজিক স্বীকৃতি।

তুলা: প্রতিকূল পারিবারিক পরিস্থিতিতে কাজকর্মে বাধা। গবেষণামূলক কাজের স্বীকৃতি মিলতে পারে। মহৎ কাজে দানধ্যানের সূত্রে প্রতিপত্তি বৃদ্ধি।

বৃশ্চিক: আয় ও ব্যয়ের মধ্যে সমতার অভাবে ঋণশোধে বিলম্ব। গুরুজনের স্বাস্থ্যহানিতে কাজকর্মে ব্যাঘাত। দীর্ঘদিনের কোনও ইচ্ছাপূরণের ইঙ্গিত।

ধনু: ভাল কাজের স্বীকৃতি না-জোটায় হতাশা বাড়তে পারে। আত্মসচেতনতার অভাবে কর্মস্থলে বিপত্তির আশঙ্কা। নতুন সম্পত্তি কেনার ক্ষেত্রে সন্তানের সঙ্গে মতবিরোধ।

মকর: দুষ্ট সহকর্মীর সঙ্গে ঝামেলায় কর্মক্ষেত্রে বিড়ম্বনা বাড়তে পারে। কুটুম্বিতা নিয়ে পরিবারে মনোমালিন্য।

কুম্ভ: কর্মক্ষেত্রে মৌলিক চিন্তাধারার স্বীকৃতি। স্বজনদের সঙ্গে সম্পত্তি-বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে। বুদ্ধিবলে শত্রুর কূট চাল ভেস্তে দিতে পারেন।

মীন: ছিদ্রান্বেষী ও সুযোগসন্ধানী ব্যক্তিকে শায়েস্তা করতে পারেন। অপ্রিয় সত্য কথায় পরিবারে মনোমালিন্য। মামলা-মকদ্দমায় আশানুরূপ ফলের সম্ভাবনা।

নিউজবাংলা/একে