নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা:  চলছে পরীক্ষামূলক সম্প্রচার। এমন একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে সহকর্মীকে ঘায়েল করতে অারেক নারী সহকর্মীকে ব্যবহার করার অভিযোগ উঠেছে।

আর এ নিয়ে মিডিয়া পাড়ায় চলছে তুমুল আলোচনা। টেলিভিশনটির সিনিয়র এক সাংবাদিককে হেনস্তা করতেই আরেক নারী সাংবাদিককে ব্যবহার করা হয়।
নারী সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে সেই সিনিয়র সাংবাদিক চাকরিচ্যুতও হন। অার এতে সুযোগ পেয়ে যায় তাকে ব্যবহারকারী একটি গ্রুপ। এটা বুঝতে পেরে সেই নারী সাংবাদিক শেষ পর্যন্ত আসল ঘটনা জানিয়েছেন টেলিভিশন কর্তৃপক্ষকে। তাতে তিনি বিস্তারিত জানিয়েছেন, কীভাবে তাকে ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করা হয়েছে এবং অারো ঘায়েলের উদ্যোগ নেয়া হয়েছে। নারী সাংবাদিকের ওই চিঠির পর চাকরিচ্যুত সাংবাদিক ন্যায় বিচারের জন্য আবেদন করেছেন। তবে টেলিভিশন কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি। মূল ঘটনা প্রকাশ হয়ে যাওয়ায় এখন সেই নারী সংবাদিকও কর্মস্থলে বিব্রতকর অবস্থায় পড়েছেন। টেলিভিশনে রীতিমত একঘরে হয়ে আছেন তিনি। নাম এবং ঠিকানা বাদ দিয়ে চিঠিটি হুবহু প্রকাশ করা হলো।

নিউজবাংলা/একে