নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:

শাবিব হোসেন, রাজশাহী প্রতিনিধি:

বর্তমান সরকার বিদ্যুতের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাজশাহী জেলার বাঘা উপজেলার টাওরীপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চারঘাট ও বাঘা উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের প্রতিটি ঘরে খুঁজে খুঁজে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা করেছে।শাহরিয়ার আলম বলেন, আমাদের সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং দুর্নীতি ও সন্ত্রাসে বিশ্বাস করে না।তিনি বলেন, দেশে যে উন্নয়ন সাধিত হয়েছে স্বাধীনতার পর তা সামগ্রিক উন্নয়নের চেয়ে অনেক বেশি। এ সরকারের উন্নয়ন আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে।রাজশাহীর বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়নাল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিদ্যুৎ বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার খোরশেদুল আলম, চারঘাট উপজেলার বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল কাদের, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, পৌরসভার সভাপতি শহীদুজ্জামান, বাঘা থানা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা তিলু প্রমুখ।

নিউজবাংলা/একে