নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: যুক্তরাষ্ট্রের শীর্ষ কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল কোয়ান্টাম কম্পিউটার তৈরি করছে। এজন্য একটি জোটকে ৫ কোটি ডলার এবং কারিগরি সহায়তা প্রদান করছে।

নেদারল্যান্ডের ডেলফট ইউনির্ভাসিটি এবং ডাচ গবেষণা সংস্থা টিএনওকে এই অর্থ এবং কারিগরি সহায়তা প্রদান করবে ইন্টেল। এই কোয়ান্টাম কম্পিউটিংয়ের মাধ্যমে অত্যাধুনিক জটিলতর সমস্যা সমাধান করা হবে। এজন্য ইন্টেল প্রতিষ্ঠান দুইটির সঙ্গে ১০ বছর একযোগে কাজ করার পরিকল্পনা নিয়েছে।
ইন্টেল জানিয়েছে, এই গবেষণা প্রকল্পের আওতায় বৃহৎ আকারের ফিনানসিয়াল অ্যানালাইসিস এবং ড্রাগ ডেভেলপমেন্টের কাজে কোয়ান্টাম কম্পিউটিং ব্যবহৃত হবে।
এ বিষয়ে ইন্টেল ল্যাবসের ব্যবস্থাপনা পরিচালক মাইক মেবেরি জানান, এই কোয়ান্টাম কম্পিউটারের সাহায্যে থিওরেটিক্যাল এবং প্যাকটিক্যাল রিসার্স করা হবে।

নিউজবাংলা/একে