মেষ: উপার্জনের নতুন পথে বিপত্তির আশঙ্কা। কথাবার্তায় সতর্কতার অভাব বিড়ম্বনা ডেকে আনতে পারে। শারীরিক সমস্যায় কাজকর্মে বাধা।
বৃষ: প্রতিবাদী মনোভাবের জন্য কর্মক্ষেত্রে জটিলতা। বিষয়সম্পত্তির রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য। শেয়ারে বাড়তি বিনিয়োগ না-করাই ভাল।
মিথুন: বিরোধের জেরে গৃহ বদলের চিন্তা। কর্মক্ষেত্রে বদলি ও দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা। পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয়।
কর্কট: বিদেশি সংস্থায় কাজের সুযোগ মিলতে পারে। নমনীয়তার সুবাদে জনপ্রিয়তা বাড়বে।
সিংহ: নিজের ভুলে দ্রব্যাদি হারানোর আশঙ্কা। অন্যের প্রতি অকারণ বিদ্বেষে নিজেরই মনঃকষ্ট বাড়বে।
কন্যা: শরীর অত্যধিক পরিশ্রমের মাসুল তুলে নিতে পারে। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ভ্রমণের পরিকল্পনায় হঠাৎ বাধা।
তুলা: কর্মক্ষেত্রে উন্নতি ও দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনা। আত্মীয়স্বজনের বাগড়ায় কাজকর্ম ব্যাহত হতে পারে। বহু দিনের পুরনো বন্ধুত্ব সামান্য কারণে ভেস্তে যেতে পারে।
বৃশ্চিক: হঠকারিতার জেরে আমদানি-রপ্তানি ব্যবসায় লোকসান বাড়তে পারে। পায়ের হাড় বাড়ায় চলাফেরায় অসুবিধা। সৃষ্টিশীল কাজে অগ্রগতি।
ধনু: কর্মকৃতিত্বের স্বীকৃতির যোগ। উপস্থিতবুদ্ধি ও সময়োচিত সাহসে বিপদ থেকে উদ্ধার। সম্পত্তি ক্রয়বিক্রয় লাভজনক হতে পারে।
মকর: মৌলিক পন্থায় কর্মসমস্যার সমাধানে আত্মশক্তির প্রমাণ পেতে পারেন। বন্ধুর প্রতারণায় মনঃকষ্ট। শ্বাসকষ্টে কাজকর্মে বাধা।
কুম্ভ: শত্রুভাবাপন্ন শত্রুর কূট চালে কর্মক্ষেত্রে অগ্রগতি ব্যাহত হতে পারে। বিদ্যার্থী ও গবেষকদের শুভ দিন। ভ্রমণের পরিকল্পনায় বাধা।
মীন: কুচক্রী সহকর্মীদের মোকাবিলা করে অগ্রগতি। দুষ্ট ব্যক্তির খপ্পরে পড়ে ক্ষতির আশঙ্কা।