ঢাকা: শাকিব খান ও জায়েদ খানের সাথে ‘রাজনীতি’ ছবিতে যুক্ত হলেন অমিত হাসান। বুলবুল বিশ্বাস পরিচালিত ছবিটিতে নায়িকা হিসেবে আছেন অপু বিশ্বাস।
অমিত হাসানে চরিত্র নিয়ে বুলবুল বলেন, ‘তিনি সরকার দলীয় সাধারণ সম্পাদকের ভূমিকায় অভিনয়। তার চরিত্রটি ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রের একটি।’
এদিকে শাকিব-অপু-জায়েদ একসাথে কাজ করবে না, এরকম গুঞ্জনের পরিপ্রেক্ষিতে বুলবুল বিশ্বাস বলেন, ‘এটা ভুল গুঞ্জন। তারা তিনজনই একসাথে আমার ছবিতে থাকছে। নতুন কেউ আমার ছবিতে যুক্ত হচ্ছেন না।’