নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:
ঢাকা: নতুন প্রজন্মের দু’টি মডেলের আইফোন ৬ এস ও ৬ এস প্লাসসহ বহুল প্রতীক্ষিত আইপ্যাড প্রো ও অ্যাপল টিভি বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

এছাড়া বিশেষ একটি ‘রোজ-গোল্ড’ রঙের আইফোন সংস্করণের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে সোনালি, রুপালি ও ধূসর রঙের আইফোন বাজারে ছিল।

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গতকাল আনুষ্ঠানিকভাবে নতুন এই পণ্যগুলো বাজারবাতকরণের ঘোষণা দেয় কোম্পানিটি।

আই ফোন দু’টিতে নতুন ফিচার হিসেবে এসেছে থ্রিডি টাচ প্রযুক্তি। এতে ব্যবহারকারী ট্যাকটাইল ফিডব্যাক বা উন্নত ভাইব্রেশন প্যাটার্ন সুবিধা পাবেন। এ ছাড়াও শর্টকাট মেনু তৈরিতেও বিশেষ সুবিধা হবে। আগে থেকেই এ ধরনের প্রযুক্তি অ্যাপল পণ্যে রয়েছে। অ্যাপল ওয়াচ, ম্যাকবুক ও ম্যাকবুক প্রোতে ‘ফোর্স টাচ টেকনোলজি’ নামের এই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

ফোরকে মানের ভিডিও ধারণ করার জন্য এই ফোনের পেছনে উন্নত আই-সাইট ক্যামেরা যুক্ত করেছে অ্যাপল। ফোরকে ডিসপ্লেতে রেজুলেশন থাকে ৩৮৪০ বাই ২১৬০ যাতে পিক্সেল; ঘনত্ব হয় ইঞ্চি প্রতি ৮০৬।
মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও নতুন আইফোনের পেছনে ১২ মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত হয়েছে। লাইভ ফুটেজ নামের নতুন একটি ফিচারও যুক্ত হয়েছে।

১৬ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি এই তিনটি সংস্করণে বাজারে পাওয়া যাবে নতুন আইফোন। যুক্তরাজ্যের বাজারে ৬ এসের দাম হবে যথাক্রমে ৫৩৯, ৬১৯ ও ৬৯৯ পাউন্ড। এস প্লাসের দাম হবে ৬১৯, ৬৯৯ ও ৭৮৯ পাউন্ড। নতুন আইফোন দু’টির মাপ হবে চার দশমিক সাত ইঞ্চি ও সাড়ে পাঁচ ইঞ্চি।

নতুন মডেলের এই আইফোনে আরও উন্নত অ্যালুমিনিয়ামের কাঠামো ব্যবহার করা হয়েছে। এছাড়া এটি বিশ্বের সবচেয়ে উন্নত স্মার্টফোন। এই স্মার্টফোন চলবে অ্যাপলের আইওএস ৯ অপারেটিং সিস্টেমে। চলতি বছরের গ্রীষ্মে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার সম্মেলনে (ডব্লিউডব্লিউডিসি) এই অপারেটিং সিস্টেমের ঘোষণা দেয় অ্যাপল কর্তৃপক্ষ।

আইওএস ৯ এ ফিচার হিসেবে রয়েছে ডিজিটাল সহকারী সিরির উন্নত সংস্করণ। এমনকি এটি ব্যাটারির চার্জ বাড়তি এক ঘণ্টা পর্যন্ত বাঁচাতে পারে। ১৬ সেপ্টেম্বর থেকে আইওএস ৯ ডাউনলোড করা যাবে।

বিশ্ব বাজারে এটিই এখন পর্যন্ত সবচেয়ে উন্নত ফোন। এতে যুক্ত হয়েছে রেটিনা এইচডি ডিসপ্লে, যা সবচেয়ে মজবুত কাচ দিয়ে তৈরি হয়েছে। এর কাঠামো তৈরি হয়েছে মজবুত অ্যালুমিনিয়াম দিয়ে। এ ধরনের অ্যালুমিনিয়াম সাধারণত মহাকাশযান তৈরিতে ব্যবহার করা হয়।

নতুন আইফোনে যুক্ত হয়েছে ৬৪ বিটের এ৯ প্রসেসর; যা অ্যাপলের তৃতীয় প্রজন্মের প্রসেসর। এটি আগের আইফোনের এ৮ প্রসেসরের চেয়েও দ্রুতগতির। স্মার্টফোনের সবচেয়ে দ্রুতগতির চিপ এটি; যা পারফরম্যান্স বাড়াতে ও ব্যাটারি সাশ্রয়ে সহায়তা করবে।

এটি এ৮ প্রসেসরের তুলনায় ৭০ শতাংশ সিপিইউ ও ৯০ শতাংশ জিপিইউ পারফরম্যান্স দেখাতে পারে। এটি শক্তিসাশ্রয়ী বলে ব্যাটারির চার্জ থাকবে বেশিক্ষণ। এ৯ চিপ ও আইওএস ৯ অপারেটিং সিস্টেমকে এমনভাবে নকশা করা হয়েছে যাতে সর্বোচ্চ পারফরম্যান্স পাওয়া যাবে। মূলত এম ৯ নামের অ্যাপলের পরবর্তী প্রজন্মের মোশন কো-প্রসেসরকে এ৯ চিপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, যাতে এটি কম শক্তিতেও চলেছে।

এ ছাড়াও নতুন আইফোনে রয়েছে দ্রুতগতির ওয়াই-ফাই ও এলটিই অ্যাডভান্সড প্রযুক্তি। এতে দ্রুতগতিতে ব্রাউজ করা, ডাউনলোড করা ও দ্রুতগতির ভিডিও স্ট্রিমিং দেখা যাবে। আইওএস ৯ অপারেটিং সিস্টেম আইফোনকে আরও বুদ্ধিমান করে তুলবে। উন্নত সহকারী সফটওয়্যার, শক্তিশালী সার্চ সিস্টেম ও উন্নত প্রাইভেসি সিস্টেম যুক্ত হয়েছে এতে।

অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, চীন, জার্মানি, হংকং, জাপান, নিউজিল্যান্ড, পুয়ের্তোরিকো, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ২৫ সেপ্টেম্বর থেকে ফোনটি বিক্রি শুরু হবে। অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ সেপ্টেম্বর থেকে নতুন দু’টি মডেলের আইফোনের আগাম ফরমাশ নেওয়া শুরু হবে। ২৫ সেপ্টেম্বর থেকে ক্রেতাদের কাছে পৌঁছানো হবে।

নিউজবাংলা?একে