নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:
ঢাকা: ফিটনেস নিয়ে ক্রিকেটারদের নিবেদন ও ঘাম ঝরানো দেখে দারুণ সন্তুষ্ট বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। ছুটি শেষে বাংলাদেশে ফিরে প্রধান কোচ অনুশীলনে যোগ দিয়েছেন দিন তিনেক হলো।

বৃহস্পতিবার বাংলাদেশ কোচ মুখোমুখি হয়েছিলেন সংবাদ মাধ্যমের। জানালেন ক্রিকেটারদের ফিটনেস এবং ফিটনেস নিয়ে কাজ করায় নিবেদন দেখে সন্তুষ্টির কথা। একই সঙ্গে এটাও জানালেন, আগামী টি২০ বিশ্বকাপ লক্ষ্য করেও প্রস্তুতি নিচ্ছি আমরা।
শুধু অস্ট্রেলিয়া সিরিজ বা টি২০ বিশ্বকাপই নয়, বাংলাদেশকে নিয়ে লম্বা পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন হাথুরুসিংহে। প্রতিটি ক্রিকেটারকে এক একটা ‘ভালোমানের ক্রিকেটার’ হিসেবে গড়ে তোলার দিকেই নজর দিচ্ছেন কোচ। একই সঙ্গে দলে সুযোগ পাওয়ার জন্য পেসার, ব্যাটসম্যান এবং স্পিনারদের মধ্যে তীব্র প্রতিযোগীতা এখনও দেখতে না পাওয়ার কথাটিও বৃহস্পতিবার জানিয়ে দিলেন হাথুরু।
মিরপুর শেরেবাংলায় অস্ট্রেলিয়া সিরিজ ও ভারত সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দলে তৈরীতে জাতীয় দলের ক্রিকেটারদের পাঠানোর বিষয়েও কথা বলেন তিনি। একই সঙ্গে বিসিবি’র চাকরিতে দারুণ সন্তুষ্ট হাথুরুসিংহে জানিয়ে দিলেন, আপাতত নিজ দেশ, শ্রীলংকার জাতীয় দলের দায়িত্ব নয় বরং এখাকরা চাকরিতেই অনেক বেশি নিরাপত্তা বোধ করছেন তিনি।
দলের সেরা ব্যাটসম্যান ও পেসারদের নিয়ে কোচিং স্টাফদের কর্মকান্ডেও খুশি সাবেক এ লংকান ক্রিকেটার। এছাড়া টি২০ বিশ্বকাপ এবং ‘এ’ দলের ভারত সফর নিয়েও আলাদা করেই ভাবছেন বাংলাদেশ দলের কোচ।
এ বিষয়ে তিনি বলেন, ‘টি২০ বিশ্বকাপও মাথায় রাখতে হবে আমাদের। ভারত সফরের ‘এ’ দলে আমাদের ওয়ানডে ক্রিকেটাররাই বেশি আছে। ওদের জন্য এটা ভালো সুযোগ, ভারতীয় কন্ডিশনে অভ্যস্ত হওয়ার। এ জন্য ফিটনেসে সব সময় গুরুত্ব দিয়েছি। ম্যারিওর সঙ্গে কথা হয়েছে আমার। ক্রিকেটারদের নিবেদন নিয়ে সেও খুবই খুশি।’
তিনি আরও বলেন, ‘তবে শুধু ফাস্ট বোলারদের নয়, ব্যাটসম্যানদেরও ফিটনেস খুব ভালো হওয়া দরকার। নইলে লম্বা ইনিংস খেলতে পারবে না। আর ব্যাটসম্যানদের উইকেট হারাতে সেকেন্ডের ব্যাবধানের অমনোযোগিতাই যথেষ্ট। ফাস্ট বোলার আমাদের বেশি নেই, এজন্য ভালোভাবে নজর রাখতে হচ্ছে। আমি তো চাইব, তিনটি পজিশনের জন্য যেন অন্তত দশজন ফাস্ট বোলার লড়াইয়ের থাকে। এই মুহুর্তে সেটা দেখা যাচ্ছে না।’

নিউজবাংলা?একে