নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:

ঢাকা: পেসার শাহাদাত হোসেন রাজীবকে খুঁজছে পুলিশ। গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের মামলায় শাহাদাত এখন পলাতক আসামী। স্ত্রী ও সন্তানকে নিয়ে পেসার শাহাদাত হোসেন কোথায় অবস্থান করছে তা পরিবারও জানেন না!

 

 

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে বোলিং করতে গিয়ে চোট পান শাহাদাত হোসেন রাজীব। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ত্রোপচার করিয়ে আসেন। বর্তমানে পূর্নবাসন প্রক্রিয়ায় আছেন ডানহাতি এই পেসার। বল হাতে নিয়ে দৌড়ানোর কথা ছিল চলতি মাসের শেষ দিকে। কিন্তু অনাকাঙ্খিত ঘটনায় সেই পরিকল্পনায় ভাটা পড়েছে।

কিছুদিন আগে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, শাহাদাতের ঘটনায় বিব্রত ক্রিকেট বোর্ড। এদিকে বৃহস্পতিবার উক্ত ঘটনায় বিসিবির করার কিছুই নেই বলে জানিয়েছেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল। তবে তার খেলার উপরে কোনো নিষেধাজ্ঞা নেই তা জানিয়ে দিয়েছেন তিনি।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেখ সোহেল বলেন, ‘শাহাদাত হোসেন রাজীবের বিষয়টি ব্যক্তিগত। এখানে ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে ক্রিকেট খেলতে পারবে। ক্রিকেট বা খেলার ক্ষেত্রে এমন কোনো আচরণ করেনি যে ক্রিকেট খেলতে পারবে না।’

কিন্তু খেলার সময় মাঠে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যেতে পারে। তখন কি হবে? শেখ সোহেল বলেন, ‘এখনো তো তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়নি। ওয়ারেন্ট হওয়ার পর তখন একটা কিছু দেখা যাবে। ওয়ারেন্ট হোক, আইন কি বলে। যদি ওয়ারেন্ট হয় তখন বোর্ড আছে, ডিসিপ্লিন আছে কিছু একটা করা যাবে।”

শিশু নির্যাতনের বিষয়ে শেখ সোহেল বলেন, ‘এটি অত্যন্ত জঘন্য বিষয়। বিসিবি কোন ভাবেই এ ধরনের অপরাধ ও অপরাধীদের সঙ্গ দিবে না। দেশের আইন অনুসারে শাহাদাতের বিচার হবে, সে দোষী হলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে।

নিউজবাংলা/একে