দর্শনায় দুধ বিক্রেতার লাশ উদ্ধার
নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের ৩ নং সিগনাল গেটের পাশ থেকে মন্টু ঘোষ (৬৫) নামে এক দুধ বিক্রেতার লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
শুক্রবার দুপুর ৩ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের ৩ নং গেটের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এসময় একই উপজেলার শান্তিপাড়া এলাকার অমূল্য ঘোষের ছেলে দুধ বিক্রেতা মন্টু ঘোষের লাশ পড়ে থাকতে দেখে তারা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা এসে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
এ ব্যাপারে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই মনির হোসেন জানান, এ ব্যাপারে আমার কিছুই জানা নেই।
নিউজবাংলা/একে