নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:

ঢাকা: ব্লগার অভিজিৎ ও অনন্ত হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার আনসারউল্লাহ বাংলা টিমের প্রধানসহ তিন সদস্যকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আজ শুক্রবার দুপুরের পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার অধিকতর তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ফকিরাপুল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলাটিমের ভারপ্রাপ্ত প্রধান আবুল বাশারসহ তিনজনকে আটক করে র‌্যাব।  পরে তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাশার ছাড়া গ্রেপ্তার জুলহাস ও জাফরান আনসারুল্লাহ বাংলা টিমের মিডিয়া উইংয়ের সদস্য।

গ্রেপ্তার তিনজনই ব্লগার অনন্ত বিজয় দাস ও অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে র‌্যাব।

 

 

নিউজবাংলা/একে