নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:

ঢাকা: বাঙালি উৎসব প্রিয় জাতি। উৎসবের এই আনন্দকে আরো একধাপ বাড়িয়ে দিতে যোগ করা হয় নতুন নোট।

ঈদের সালামি দিতে অনেকে নিজ প্রচেষ্টায় সংগ্রহ করেন নতুন নোট। এই চাহিদা মেটাতে প্রতি বছর বাজারে নতুন নোট সরবরাহ করে বাংলাদেশ ব্যাংক। তবে এবার কী পরিমাণ নতুন টাকা সরবরাহ করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

আগামী বৃহস্পতিবার থেকে নতুন নোটের বিনিময়ের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নতুন নোট বিনিময়ের এ কার্যক্রম চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীতে ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখায় নতুন নোট বিনিময় হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সব শাখায় নতুন নোট বিনিময়ের ব্যবস্থা রাখা হয়েছে। এবার একজনে সর্বোচ্চ ৩ হাজার ৭০০ টাকার বিভিন্ন মূল্যমানের নোট বদলিয়ে নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে নতুন নোট বিনিময়ে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। এই পদ্ধতিতে নতুন টাকা বিনিময়ের আগে কুপন সরবরাহ করা হবে। পরে কুপনের সিরিয়াল ধরে নতুন নোটের বিনিময় হবে। পাশাপাশি নেয়া হবে আঙুলের ছাপ। দালাল রুখতেই পরীক্ষামূলকভাবে এমন পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের মধ্যে সুষ্ঠুভাবে নতুন নোট বিনিময়ের জন্য প্রথমবার এমন উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি নোট নিতে আসা প্রত্যেকের আঙুলের ছাপ রাখা হবে। এর ফলে একজন লোক সপ্তাহে ১ দিনের বেশি নতুন টাকা নিতে পারবে না। ফলে নোট নিতে আসা সাধারণের ভোগান্তি কমবে।

 

নিউজবাংলা/একে