নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:

ঝিনাইদহ সংবাদদাতা:

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তুষি খাতুন (২৪) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার বেলা ১২টার দিকে সদর উপজেলার কোদালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুষি উপজেলার কুমিরাদহ গ্রামের মতিউর রহমানের মেয়ে। তিনি ঝিনাইদহ সরকারি কেসি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সকালে তুষি তার ভাই-ভাবীর সঙ্গে মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহরে আসছিলেন। পথে কোদালিয়া মোড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তুষির মৃত্যু হয়। এ সময় তার ভাই-ভাবী আহত হয়। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

 

নিউজবাংলা/একে