হবিগঞ্জ শহরে বেড়েই চলছে বখাটেদের উৎপাত
নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:
এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা শহরের স্কুল-কলেজে বখাটেদের উৎপাত বেড়েই চলেছে। ইদানিং বখাটেরা ছাত্রীদেরকে উত্যক্ত করাসহ এমন সব জঘন্য কর্মকান্ড করছে যা রীতিমত হতবাক করছে বিবেকমান মানুষদের।
মাঝে মধ্যে পুলিশ বখাটেদেরকে আটক করলেও অধিকাংশ ক্ষেত্রেই ছেড়ে দেয়া হয় শুধুমাত্র মুচলেকায়।
যে কারণে দিনে দিনে চরমভাবে বেপরোয়া হয়ে উঠছে বখাটেরা। ফলে আতংক ছড়িয়ে পড়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে।
সচেতন মহলের অভিমত, এসব ঘটনার মূল কারণ আইনী ও আইন প্রয়োগে দুর্বলতা, উদাসীন অভিভাবকদের অসচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব প্রভৃতি। প্রতিদিন ঘটে যাওয়া অসংখ্য অসামাজিক কার্যকলাপের মধ্যে দুটি ঘটনা হবিগঞ্জ জেলাসহ পুরো দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এর মধ্যে একটি ঘটনা ঘটে গত ২৬ আগস্ট। ওইদিন হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে প্রকাশ্যে মারধোর করে লাঞ্ছিত করে রুহুল আমীন রাহুল নামে এক বখাটে কিশোর। পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় হবিগঞ্জসহ পুরো দেশে।
দ্বিতীয়ঃ ঘটনা ১৭ জুনের। ঘটনাটি জানাজানি হয় গত ৮ সেপ্টেম্বর। ওই দিন বিকেজিসির ছাত্রীকে অপহরণ করে পালাক্রমে ধর্ষণ করে একদল লম্পট যুবক। পরে ওই ধর্ষণের ভিডিও চিত্র প্রকাশ হয় সামাজিক যোগাযোগ ওস্ট-য়াপের মাধ্যমে। এ ঘটনায় দুই যুবক আটক হলেও অন্যান্যরা এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
উল্লেখিত দুটি ঘটনা বিচ্ছিন্ন কোন বিষয় নয়। হবিগঞ্জ শহরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় অনেক অসামাজিক কার্যকলাপের ঘটনা। এসব ঘটনায় রীতিমত আতংক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। যদিও উপরোক্ত দুটি ঘটনার পর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে মানববন্ধন করেছেন অভিভাবক, শিক্ষার্থীসহ সচেতন মানুষ। ]মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক ইকরামূল ওয়াদুদ, কবি তাহমিনা বেগম গিনি, পিযুষ চক্রবর্তী, হুমায়ুন খান, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, সৈয়দ কামরুল হাসান, আব্দুর রকিব রনি ও মরতুজ আলী প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে হবিগঞ্জের সিনিয়র আইনজীবী ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট আমির হোসেন জানান, যুগোপযোগী আইন, আইনের সঠিক প্রয়োগ, অভিভাবকদের সচেতনতা ও শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা জোরদার করাই এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায়।
সার্বিক বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিমউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বখাটেদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। তিনি এ ব্যাপারে স্থানীয় জনগণের সহযোগীতা কামনা করেন।
নিউজবাংলা/একে