নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:
ঢাকা: টেস্ট ক্রিকেটে ভালো পেসার সঙ্কট বাংলাদেশে ক্রিকেটের সবসময়ের সঙ্গী। গত কিছুদিনে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের একরকম পেস-বিপ্লব ঘটে গেলেও, চিত্র পাল্টায়নি টেস্টে।

গত বছরের জুনে ওয়ানডে অভিষেক হয়েছিল তাসকিন আহমেদের। ওয়ানডে দলে তিনি এখন নিয়মিত নাম।
তবে টেস্টের জন্য তার চোট-প্রবণ তরুণ শরীর তৈরি হয়নি এখনও। গত বছর দুয়েক ধরে তার ফিটনেস নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন বিসিবির ট্রেনার-ফিজিওরা। চন্ডিকা হাতুরুসিংহের বিশ্বাস, দ্রুতই টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত হবেন তাসকিন। জানালেন, খুব সতর্কতার সঙ্গে সামলানো হচ্ছে তরুণ এই ডানহাতি পেসারকে।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে জাতীয় দল থেকে ছিটকে পড়েছিলন তাসকিন। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজটাও খেলা হয়নি তরুণ এই পেসারের। বুধবার অনুশীলন শেষে তাসকিন বলছিলেন, আমি খেলতে চাই। অনেকদিন খেলি না। ৫-৭টা উইকেট নিয়ে ফিরতে চাই। আমার খেলা দরকার। বল হাতে মাঠে থাকতে চাই।’
বৃহস্পতিবার মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন প্রসঙ্গে কোচ হাতুরুসিংহে বলেন, ‘মনে রাখতে হবে, ১৯-২০ বছর বয়সে ১৪০-১৪৫ কিমি গতিতে বল করা সহজ কাজ নয়। এজন্য তাসকিনের দেখভাল ভালোভাবে করতে হচ্ছে; কারণ ও আমাদের সম্পদ। এজন্য ধীরে ধীরে ওকে প্রস্তুত করা হচ্ছে। খুব শিগগিরই সে টেস্ট ক্রিকেটের জন্য যোগ্য হয়ে উঠবে।’

নিউজবাংলা?একে