ঢাকা: বিচারকদের ক্ষমতা বাড়িয়ে ‘দ্য সিভিল কোর্ট (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৫-এর খসড়ার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান।
তিনি বলেন, ‘দেওয়ানি আদালতের বিচারকদের বিচারকার্যে আর্থিক ক্ষমতা বাড়ানো হয়েছে। অর্থাৎ একজন সহকারী জজের বিচার্য মামলার মূল্যমান ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১৫ লাখ, সিনিয়র সহকারী জজের ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ এবং জেলা জজের ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।’
এদিকে যুগ্ম জেলা জজের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি। আর্থিক ক্ষমতা বৃদ্ধির ব্যাখ্যায় মন্ত্রিপরিষদ সচিব বলেছে, ‘এতে মামলা দ্রুত নিস্পত্তি হবে এবং মামলা জট কমে আসবে।’
এদিকে সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুতে মন্ত্রিসভা এক শোক প্রস্তাব গ্রহণ করেছে। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্ত্রিসভার সদস্যরা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
সদস্যরা তার বিদেহী আত্মার মাহফিরাত কামনা করেন এক শোকসন্ত্বপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বলা হয়, সৈয়দ মহসীন আলী একজন মুক্তিযোদ্ধা, অতিথিপরায়ণ, সংস্কৃতিমনা মানুষ এবং সৎ রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন মুক্তিযোদ্ধা এবং সৎ রাজনীতিবিদকে হারালো।