আত্রাইয়ে মৎস্যজীবির লাশ উদ্ধার
নিউজবাংলা- ১৪ সেপ্টেম্বর, সোমবার:
মোঃ রুহুল আমীন, আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে এক মৎস্যজীবির মৃতদেহ আত্রাই নদীর উপজেলার বাউলাপাড়া নামক স্থানে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে আত্রাই নদীতে নন্দনালী নামক স্থানে বিমান চন্দ্র (৩৮)ও ছোট ভাই গবিন্দ চন্দ্র এক সাথে নৌকায় চড়ে খেওয়া জাল দিয়ে নদীতে মাছ ধর ছিল। এসময় নদীতে জাল আটকে গেলে বিমান চন্দ্র নদীর পানিতে ডুবে জাল খুলতে গেলে, সে আর ভেসে উঠেনি।
অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে গতকাল সোমবার ভোরে আত্রাই উপজেলার বাউলা পাড়া নামক স্থানে তার মৃতদেহ ভেসে উঠে। সংবাদ পেয়ে তার বাড়ীর লোকজন মৃতদেহ সনাক্ত করে বাড়ী নিয়ে যায়।
মৃত বিমান চন্দ রানীনগর উপজেলার হামিদপুর গ্রামের হাওয়াদার পাড়ার মৃত ভুলুনাথের ছেলে।
নিউজবাংলা/একে