নিউজবাংলা- ১৪ সেপ্টেম্বর, সোমবার:

ত্রিশাল (ময়মনসিংহ): ত্রিশালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে পূর্ণিমা সরকার (১৩) নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

 

 

সোমবার বিকেল ৩টার দিকে এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় পূর্ণিমার লাশ উদ্ধার করা হয়।

নিহত পূর্ণিমা উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নিখিল চন্দ্র সরকারের মেয়ে।

এলাকাবাসী জানান, দুপুরে আমিরাবাড়ী ইউনিয়নের আরজি উচ্চ বিদ্যালয়ের ১০-১৫ জন ছাত্র-ছাত্রী নৌকা দিয়ে খিরু নদী পারা হচ্ছিল। এ সময় নৌকাটি ডুবে যায়। এলাকাবাসী সব শিক্ষার্থীকে উদ্ধার করলেও পূর্ণিমাকে পাওয়া যায়নি। বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রূপম চন্দ্র সরকার জানান, দুপুর দেড়টার দিকে বিদ্যালয় থেকে নদীপথে বাড়ি যাওয়ার সময় ১৫ জন শিক্ষার্থী নৌকায় উঠে। নৌকাটি ক্রটিপূর্ণ থাকায় মাঝপথে ডুবে যায়। নৌকায় থাকা অন্যান্য শিক্ষার্থীদের উদ্ধার করা হলেও পূর্ণিমাকে খুঁজে পাওয়া যায়নি। পরে বিকেল ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

 

দৌলতপৃর (কুষ্টিয়া): দৌলতপুরে পানিতে ডুবে মিম (১০) ও রিতু (৯) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দাড়েরপাড়া গ্রামের গোড়ির বিলে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডেুবে মারা যায় তারা।

নিহত মিম উপজেলার দাড়েরপাড়া গ্রামের সুকচাঁদ আলীর মেয়ে ও দাড়েরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং রিতু একই এলাকার রিয়াজুল হকের মেয়ে ও একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

এলাকাবাসী জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী গোড়ির বিলে প্লাস্টিকের বোতল নিয়ে সাঁতার শিখতে যায় মিম ও রিতু। এ সময় বোতলটি তাদের হাত থেকে ফসকে গেলে দু’জনই পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে সেখান থেকে তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

নিউজবাংলা/একে