নিউজবাংলা- ১৩ সেপ্টেম্বর, রোববার:
মিজানপনা, রাজাপুর(ঝালকাঠী) থেকেঃ
রাজাপুর উপজেলার বাইপাস মোড়। শতশত মানুষের সমাগম। পাশেই সারিসারি যানবাহন আর কাঁচা বাজার। আর রাজাপুরের প্রাণকেন্দ্রের সেই বাইপাস মোড়েই ঝাড়– হাতে রাস্তায় নেমে পড়লেন কয়েক জন।
নিজেরাই রাস্তা ঝাড় দিয়ে নিজ হাতে ময়লা তুলে পাশের ডাষ্টবিনে রাখছেন। এ চিত্র দেখে সবার চোখ কপালে। কারন ঝাড়– হাতে রাস্তা ঝাড় দিচ্ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,বি,এম, সাদিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন আর সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল। রাজাপুর উপজেলা শহর পরিস্কার অভিযানে এলাকাবাসীকে উদ্যোগী করতে তাদের এই ব্যাতিক্রমী আয়োজন। শনিবার বিকালে ঝালকাঠির রাজাপুর সদরে শহর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের এ চিত্র দেখা যায়। শহর পরিস্কার পরিচ্ছন্নতায় সচেতনতা সৃষ্টি লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সংগঠন সাইডোর সহযোগিতায় বিকাল চারটায় উপজেলা সদরে একটি র্যালি বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়ক পরিস্কারে নামেন ইউএনওসহ অন্যান্যরা। চলে ঘন্টাব্যাপি পরিস্কার অভিযান। ইউএনও এ,বি,এম, সাদিকুর রহমানের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে পরিস্কার অভিযানে অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন, সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, সাবেক অধ্যক্ষ সোহরাব হোসেন, সিনিয়র শিক্ষক নিত্যানন্দ সাহা, রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা গাজী, উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম দুলাল, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহাবুব মোর্শেদ সোহেল প্রমুখ। এসময় শহর পরিস্কার পরিচ্ছন্নতায় সকলকে উদ্যোগী করতে জনসচেতনতামূলক মাইকিং করা হয়।
নিউজবাংলা/একে
Categories: ছবিঘর,সারাদেশ