ব্যাংকক হামলার মূল হোতা এখন তুরস্কে
নিউজবাংলা- ১৪ সেপ্টেম্বর, সোমবার:
ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি মন্দিরে আলোচিত ভয়াবহ বোমা হামলার প্রধান সন্দেহভাজন তুরস্কে পালিয়ে গেছে বলে দাবি থাই পুলিশের ।
গত আগস্টে হিন্দুদের ওই মন্দিরে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনার মূল পরিকল্পনাও তার ছিল বলে দাবি পুলিশের।
এ ঘটনার প্রধান সন্দেহভাজন চীনা নাগরিক আব্দুর রহমান ওরফে আব্দুস সাত্তার যে ইজান নামে পরিচিত সে এই মুহুর্তে ইস্তাম্বুলে রয়েছে বলে দাবি করছে থাই নিরাপত্তা সংস্থা। ইজান চীনের জিনজিয়াং প্রদেশের নাগরিক বলে থাই পুলিশ জানিয়েছে। থাই পুলিশ বলছে, আগস্টের শেষের দিকে ইজান ইস্তাম্বুলে পালিয়ে যায়।
তবে এ ঘটনায় জড়িত সন্দেহে দুই মালয়েশিয়ান নাগরিক এবং এক পাকিস্তানিকে আটক করে মালয় পুলিশ। থাই পুলিশও দুই সন্দেহভাজনকে আটক করে রেখেছে। তবে তদন্ত শেষে ব্যাংকক হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে চীনা নাগরিক আব্দুর রহমান ওরফে আব্দুস সাত্তার বা ইজানের নামের গ্রেফতারি পরোয়ানা জারি করে থাই পুলিশ।
এদিকে বোমা হামলার একদিনে আগেই ঘটনার মূল পরিকল্পনাকারী ইজান বাংলাদেশে পালিয়ে যায় বলে দাবি জানিয়েছে থাই পুলিশ। ইন্টারপোলের সহযোগিতায় তাকে খুঁজে বের করে থাইল্যান্ড কর্তৃপক্ষের হাতে তুলে দিতে ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশকে আহ্বান জানিয়েছে থাই পুলিশ। তবে বাংলাদেশ পুলিশ বলছে, ইজান দুই সপ্তাহ ঢাকায় অবস্থান করে আগস্টে শেষের দিকে ঢাকা ত্যাগ করে।
থাই পুলিশও বলছে, ৩০ আগস্ট ইজান ঢাকা থেকে দিল্লি যায়। সেখান থেকে সে আবার আবুধাবির বিমান উঠে। সেখান থেকে পালিয়ে এখন সে ইস্তাম্বুলে অবস্থান করছে। তবে পুলিশ বলেছ, এটাই তার শেষ গন্তব্যস্থল। আমরা শীঘ্রই তাকে সেখান থেকে দেশে ফিরিয়ে আনবো।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এরওয়ান শ্রিন মন্দিরে বোম বিস্ফোরণে বিদেশিসহ ২২ জন মানুষ নিহত হন। তবে এ ঘটনায় কোন সন্ত্রাসী কিংবা জঙ্গী গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে থাই কর্তৃপক্ষের দাবি, হামলার পেছনে বিদেশি কোন এক নেটওয়ার্কের হাত রয়েছে।
নিউজবাংলা/একে