নতুন পথের খোঁজে অভিবাসন প্রত্যার্শীরা
নিউজবাংলা- ১৬ সেপ্টেম্বর, বুধবার:
ঢাকা: হাঙ্গেরি সীমান্তে কড়াকড়ি আরোপের পর এখন নতুন পথের সন্ধান করছে অভিবাসন প্রত্যার্শীরা। হাঙ্গেরি-সার্বিয়া সীমান্তে সারা রাত নির্ঘুম অবস্থানের পর এখন তারা নতুন পথে উত্তর ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছে।
সার্বিয়ান মিডিয়ার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, অভিবাসীদের বহনকারী বাসগুলো ক্রোয়েশিয়া হয়ে স্লোভেনিয়া, অস্ট্রিয়া দিয়ে জার্মানিতে প্রবেশের চিন্তা করছে।
এছাড়াও তারা রোমানিয়া হয়ে জার্মানিতে প্রবেশের চেষ্টা করবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার থেকে ইউরোপ অভিমুখে শরণার্থীদের ¯্রােত ঠেকাতে ইউরোপের মুক্তাঞ্চল শেনজেন এর প্রবেশদ্বার হিসেবে খ্যাত হাঙ্গেরি তার দক্ষিণ সীমান্তবর্তী এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করে। যারা এই সীমান্ত অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করবে তারা ফৌজদারি অপরাধী হিসেবে বিবেচিত হবে। শাস্তি হিসেবে কারাদ- অথবা তাকে ফেরত পাঠানো হবে।
আইনটিতে শরণার্থীদের ঠেকাতে পুলিশকে বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। প্রয়োজনে সেনা মোতায়নের কথাও বলা হয়েছে।
এর আগে সোমবার মধ্যরাতে সার্বিয়ার সীমান্ত অঞ্চলে যে রেললাইন ক্রসিং পয়েন্ট দিয়ে হাজার হাজার মানুষ হাঙ্গেরিতে ঢুকছিল সেটি বন্ধ করে দেয় পুলিশ।
নিউজবাংলা/একে