নিউজবাংলা – ২৮ সেপ্টেম্বর, সোমবার:
ঢাকা: মিনায় পদদলিত হয়ে মারা যাওয়া হাজি এবং অন্যান্যদের সমাহিত করতে মক্কার ছয়টি কবরস্থানে ৭৪ হাজার ৭শ’ কবর প্রস্তুত করা হচ্ছে। সৌদি সরকারের প্রচার বিভাগের মুখপাত্র ওসামা জায়তুনের বরাত দিয়ে আবর নিউজ এ খবর প্রকাশ করেছে।
