নিউজবাংলা – ২৮ সেপ্টেম্বর, সোমবার:

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইকবাল সমাদ্দার (২৫) নামে এক যুবক গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন।

আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানার এসআই শিমুল জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়ার কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম ও সাবেক চেয়ারম্যান হেমায়েত হোসেন হিমুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তারা দুজনই আওয়ামী লীগ নেতা। এর জের ধরে সোমবার সকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।

নিউজবাংলা/একে