নিউজবাংলা – ২৮ সেপ্টেম্বর, সোমবার:

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ॥
বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের সাফল্য ও বিশেষ উদ্যোগগুলো জনগণের মধ্যে ব্যাপক প্রচারের উদ্দেশ্যে উন্নয়ন মেলা-২০১৫ আয়োজন করা হয়েছে।

আজ সোমবার সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ কমপ্লেক্সে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা‘র উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনাসভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত উন্নয়ন মেলায় বিভিন্ন দপ্তরের স্টল বসানো হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও র‌্যালীতে অংশ গ্রহন করেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মকলেছুর রহমান মিন্টু। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে উন্নয়ন মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মহিলা ভাইস-চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া,সহকারী কমিশনার ভূমি জাহিদ নেওয়াজ,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আমিন আহমেদ খান। মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আগামি ৩০ সেপ্টেম্বর উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। মেলায় সরকারি,বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার ৩০টি স্টল অংশ নেয় ।