নিউজবাংলা – ২৮ সেপ্টেম্বর, সোমবার:
ঢাকা: মারা গেলেন চিত্রনায়িকা ময়ূরী’র স্বামী রেজাউল করিম খান মিলন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

মিলনের পারিবারিক সূত্রে জানা গেছে, হঠৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। এরপর সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি।
চিত্রনায়িকা ময়ূরী ছিলেন মিলনের তৃতীয় স্ত্রী।রাজনৈতিক কারণে মিলনের নামে একের পর এক মামলা হলে ময়ূরী মিলনকে ছেড়ে আলাদা হয়ে যান। তবে তারা একে অপরকে ডিভোর্স দেন নি।
উল্লেখ্য ২০০৯ সালে বিএনপির ব্যানারে ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মিলন।এরপর মাস তিনেকের ব্যবধানে এই নেতা যোগ দেন আওয়ামীলীগে।এরপর একের পর এক মামলায় ফেঁসে যান। শেষ পর্যন্ত সব কটি মামলা থেকে জামিনে অব্যাহতি নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন তিনি।

নিউজবাংলা/একে