নিউজবাংলা – ২৮ সেপ্টেম্বর, সোমবার:
ঢাকা: এবার ঈদটা তাসনুভা এলভিনের জন্য একটু আলাদা। হবেই না কেন! তার পাঁচ পাঁচটা নাটক প্রচার হচ্ছে। চ্যানেলে চ্যানেলে ছড়িয়ে পড়ছেন এলভিন।

ইটিভি, দেশ টিভি, মাছরাঙা, জিটিভি থেকে আরটিভি-সবখানেই এলভিন! এরজন্য খাটাখাটুনিও কম করেননি। টানা শুটিং করেছেন। চাঁদরাতেও শুটিং করতে হয়েছে। সাত সকালে বাসা থেকে বেড়িয়ে ফিরেছেন দুপুর রাতে। কাজ শেষে অপেক্ষা করছিলেন, দর্শকরা তাকে কিভাবে নেয়। পরিশ্রমের মূল্যায়নটাও পাচ্ছেন আস্তে আস্তে।
ঈদের দিন মাছরাঙায় প্রচার হয়েছে তার টেলিফিল্ম ‘ব্রেকআপ স্টোরি’। পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। টেলিছবিটিতে অভিনয় করে বেশ সাড়া পেয়েছেন তিনি।
ঈদের তৃতীয় দিন আজ রবিবার প্রচার হবে এলভিনের দুটি নাটক। গাজী টিভিতে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচার হবে শরাফ আহমেদ জীবনের পরিচালনায়, ‘পুরান ঢাকার ফুল ভাই’। এতে তার সহশিল্পী হিসেবে আছেন মোশাররফ করিম, শবনম ফারিয়া। আর ইটিভিতে রাত দশটায় প্রচার হবে মাবরুর রশিদ বান্নাহর ‘ইটস অ্যানাদার লাভস্টোরি।
এছাড়া ঈদের ষষ্ঠদিন আরটিভিতে রাত ১১ টা ২৫ মিনিটে প্রচার হবে আরিফ এ আহনাফের পরিচালনায়, ‘খোলা আসমান’ ও ঈদের সপ্তম দিন দেশ টিভিতে প্রচার করা হবে কাজল আরেফিন ওমির পরিচালনায় ‘মায়া’।

নিউজবাংলা/একে