নিউজবাংলা-শুক্রবার, ০২ অক্টোবর:

টাঙ্গাইল সংবাদদাতা:

আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগ একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় কালিহাতী ও ঘাটাইল উপজেলার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসক।

আজ বিকেল ৩টার দিকে এ সমাবেশের ডাক দেয়া হয়।

জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রট মাহবুব হোসেন জানান, সম্প্রতি কালিহতীতে ছেলের সামনে মায়ের শ্লীলতাহানীর প্রতিবাদে এলাকাবাসীর মিছিলে পুলিশের গুলিতে নিহত ও আহতদের ক্ষতিপূরনের দাবিতে আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগ সমাবেশ ডাকে।

দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় কালিহাতীতে টানটান উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আজ ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কালিহাতী আর.এস.পাইলট হাই স্কুল মাঠ সংলগ্ন কালিহাতী বাসস্ট্যান্ডর আশপাশের এলাকা ও ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারসহ এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে টাঙ্গাইল জেলা প্রশাসন।

 

নিউজবাংলা/একে