বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত
নিউজবাংলা-শুক্রবার, ০২ অক্টোবর:
বগুড়া সংবাদদাতা:
বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক আবুল বাশার নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মহাসড়কের ধনকুণ্ডি এলাকায় হোটেল পেন্টাগনের সামনে একটি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল বাশারের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামে। তার বাবার নাম আবদুল মোত্তালিব।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার সোহেল রানা জানান, বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টিয়া পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৫৮৩৩) একটি বাস ও বিপরীত দিক থেকে আসা অপর একটি বিস্কুট বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৬-৩১৪৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১৪ যাত্রী আহত হন।
আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজবাংলা/একে