নিউজবাংলা-শুক্রবার, ০২ অক্টোবর:

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার ৯নং ওয়ার্ড পরিষদ পাড়া নিবাসি মৃত্য সিছার ইসলাম এর ছেলে রুবেল রানার অত্যাচারে তারই জন্মদাতা মা (রুবি আক্তার) থাকতে পাড়ছেনা তারই নিজ বাসায়।

জানা যায়,দীর্ঘদিন ধরে সিছার ইসলাম এর ছেলে রুবেল তার মা (রুবি) –উপর পাষান্ড অত্যাচার করে আসছে। গত মে মাসে রুবেলের মা রুবি বেগম তার ছেলে রুবেল নামে থানায় লিখিত অভিযোগ করলে তাকে থানায় ধরে নিয়ে আসে এবং ৩ঘন্টা পর্ষন্ত তাকে থানায় আটক রাখা হয়েছিলো পরবর্তী আপোষের মাধ্যমে তাকে থানা হতে ছেড়ে দেওয়া হয়।

ছেলের মা রুবি বেগম এই বিষয়ে জানায়,তাকে তানা থেকে ছেড়ে আনার পড়ে সে কিছুদিন ভালো ছিলো। গত ৩০/০৯/২০১৫তারিখে সে হঠাৎ আমার কাছে বাড়ির ভিটা জমি টুকু লিখে নিতে চায় । আমি বাধা দিলে এক পর্যায়ে সে আমাকে এলোপাথরী ভাবে মারপিট করে, আমার গলা টিপে ধরে।উপস্থিত স্বাক্ষী আমার ছেলে সোহেল ও আমার প্রতিবেশীরা আমার ছোটছেলে তাৎক্ষনিক ভাবে আমাকে তার হাত থেকে উদ্ধার করে। আমাকে মারদেওয়ার ফলে আমি স্থানীয় ইউ,পি সদস্য কাছে অভিযোগ করলে সে আমাকে থানায় যাবার পরামর্শ করে।

এই বিষয়ে কথা বলতে গেলে বাবুল কমিশনার জানায়,আমার কাছে এর আগেও অভিযোগ করেছে,আমি অনেক বার সমাধান করে দিয়েছি। তার পরেও সে এই রকম অন্যায় করে । তাই আমি এই বিষয়ে তার মাকে বলেছি আমি আর এর সমাধান করতে পারবোনা। তাই থানায় যাওয়ার পরামর্শ দেই।

এই বিষয়ে আজ কথা বলতে গেলে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

 

 

নিউজবাংলা/একে