নিউজবাংলা-শুক্রবার, ০২ অক্টোবর:

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই – ভবানীগঞ্জ সড়কে ট্রলির চাপায় মমেনা বেগম(৭০) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে।

নিহত মহিলা উপজেলার ঘোষপাড়া (কাজিপাড়া) গ্রামের মোসলেম উদ্দিন (মশো) পিয়াদার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৯টায় দিকে আত্রাই-ভবানীগঞ্জ সড়কের কাজীপাড়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমেনা বাড়ীর সংলগ্ন সড়ক পাড়াপাড়ের সময় মাল বোঝায় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে সে মারা যায়। এলাকাবাসী ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যায়।

এব্যাপারে আত্রাই থানা অফিসার ইন চার্জ (ওসি) আব্দুলাহ আল-মাসউদ ঘটনা সত্যতা নিশ্চত করে বলেন চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে ও মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

 

নিউজবাংলা/একে