সিরিয়া অভিযানে নেমেছে ৫০টি রুশ যুদ্ধবিমান
নিউজবাংলা-শুক্রবার, ০২ অক্টোবর:
ঢাকা: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার তাকফিরি সন্ত্রাসী বিরোধী অভিযানে দেশটির ৫০টিরও বেশি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার অংশ গ্রহণ করছে।
এর মধ্যে অত্যাধুনিক সুখোই সু-২৪এম এবং সুখোই সু-২৫ গ্রাউন্ড অ্যাটাক বিমানও রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইগর কোনাশেনকোভ। সিরিয়ার রুশ বিমান বহর মোতায়েনের বিষয়ে বিস্তারিত বিবরণ দিতে যেয়ে তিনি জানান, খুবই অল্প সময়ের নোটিশে রুশ বিমান বহর দেশটিতে মোতায়েন করা হয়েছে। সিরিয়ার তারতুস শহরের রুশ ঘাটিতে প্রয়োজনীয় গোলাবারুদসহ অন্যান্য জিনিস মজুদ থাকায় এটি সম্ভব হয়েছে বলেও জানান তিনি। খবর – রেতে।
তিনি বলেন, এ জন্য রাশিয়াকে কেবলমাত্র নিজ বিমানবহর এবং বাড়তি কিছু প্রয়োজনীয় সরঞ্জাম নতুন করে মোতায়েন করতে হয়েছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টার মধ্যে রুশ বিমানগুলো ১২ দফা বিমান অভিযান চালিয়েছে বলে জানান তিনি। সিরিয় বাহিনীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এ সব অভিযান চালানোর কথা জানান তিনি।
তিনি বলেন, রুশ বিমান অভিযানে ইদলিবের কাছে তাকফিরিদের সদর দফতর ও অস্ত্রাগার, হামাতে কমান্ড সেন্টার, হোমসে বিস্ফোরক এবং গোলা-গুলির কারখানা ধ্বংস করে দেয়া হয়েছে।
গত মাসের ৩০ তারিখ থেকে সিরিয়ার রুশ বিমান অভিযান শুরু হয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী ব্যবহারের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশটির সংসদের উচ্চকক্ষ ম্যান্ডেট দেয়া পরই এ অভিযান শুরু হয়।
নিউজবাংলা/একে