নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:

 

জবি: একাডেমি কাউন্সিলের জরুরি বৈঠক শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

আজ বৃহস্পতিবার তারা এই সিদ্ধান্ত নেন। এতে বলা হয়, পূর্বনির্ধারিত তারিখেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শিক্ষকরাই ভর্তি পরীক্ষা নেয়া হবে।

আগামীকাল শুক্রবার বি-ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

এর আগে ভর্তি পরীক্ষা নিতে অস্বীকার করায় বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বহিষ্কার করে।

এর পরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় জরুরি বৈঠকে বসে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়।

 

 

নিউজবাংলা/একে