টুঙ্গিপাড়ায় আজ চট্টগ্রামের মেজবান
নিউজবাংলা: ১৫ আগস্ট, শনিবার:
চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আজ টুঙ্গিপাড়ায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১টা থেকে টুঙ্গিপাড়া উপজেলার শেখ মুজিবুর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে মুসলিম ও বালাডাঙ্গা স্কুল মাঠে হিন্দু সম্প্রদায়ের লোকদের খাওয়ানো হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ব্যবস্থাপনায় উক্ত মেজবানে খাওয়ানো হবে ৪০ হাজার মানুষ। এতে মুসলিমদের জন্য গরুর মাংস, ছোলার ডাল, গরুর পায়ার ঝোল ও সাদা ভাত আর হিন্দু সম্প্রদায়ের জন্য মুরগির মাংস, ডাল, ডিম ও সাদা ভাতের ব্যবস্থা করা হয়েছে।
মেজবানে ২৬টি গরু, ১৩০০ মুরগি ও ৯২ মণ চাল রান্না করা হবে। এরই মধ্যে গতকাল শুক্রবার বিভিন্ন স্থান থেকে আসা নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৪ হাজার মানুষকে খাওয়ানো হয়েছে। আজ শনিবার বাকি ৩৮ হাজার মানুষকে মেজবান খাওয়ানো হবে বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের নেতারা।
গতকাল দুপুরে মেজবানের আয়োজক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী টুঙ্গিপাড়া পৌঁছে মেজবানের যাবতীয় কাজ তদারকি করছেন।
এদিকে মেজবানে সহযোগিতা করার জন্য তার সঙ্গে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫ শতাধিক নেতাকর্মীও গতকাল টুঙ্গিপাড়া পৌঁছেছেন।
নিউজবাংলা/একে