জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন
নিউজবাংলা: ১৫ আগস্ট, শনিবার:
ঢাকা: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় ক্লাবের রিসিপশনের সামনে স্থাপিত ম্যুরালটি উন্মোচন হয়।
শ্বেত পাথরে খোদাই করা দৃষ্টিনন্দন এই ম্যুরালটি উন্মোচন করেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ও অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
ম্যুরাল উন্মোচনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি বঙ্গবন্ধুই বন্দোবস্ত করে দিয়েছিলেন। দীর্ঘদিন আলোচনা হয়েছে, প্রেসক্লাবে তার প্রতিকৃতি স্থাপনের জন্য। কিন্তু সেটা কখনো সম্ভব হয়নি। এটা সাংবাদিকদের জন্য লজ্জাজনক। আজ সাংবাদিকদের ভালবাসায় তার প্রতিকৃতি প্রেসক্লাবে স্থাপন করা সম্ভব হয়েছে।’
ম্যুরালটি উন্মোচনের পর সেখানে অন্যান্য সাংবাদিকরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং ১৫ আগস্ট শহীদ বঙ্গবন্ধুর পরিবারে অন্য সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা উত্তর বিগত ৪৪ বছরে এ প্রথমবারের মতো জাতির পিতার মুর্যাল জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত হতে যাচ্ছে।
গত ২৮মে অনুষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবের আলোকে এবং নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্বভার গ্রহণ-উত্তর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হচ্ছে।
নিউজবাংলা/একে