নিউজবাংলা: ১৫ আগস্ট, শনিবার:
আজ ১৫ আগস্ট। ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভারত।

প্রায় ২০০ বছরের শাসন-শোষণের ইতিহাসের সমাপ্তি ঘটে ১৫ আগস্ট। ভারতবর্ষে অস্তমিত হয় ব্রিটিশদের সূর্য। একই দিন স্বাধীনতা লাভ করে পাকিস্তান। তবে পাকিস্তান পরে তাদের স্বাধীনতা দিবস পাল্টে ১৪ আগস্ট করে নেয়, যে কারণে ভারতের এক দিন আগেই পাকিস্তান স্বাধীনতা দিবস উদ্যাপন করে।
ভারতের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে এখনকার তিনটি দেশের ইতিহাস। ভারত, পাকিস্তান ও বাংলাদেশ অখণ্ড ভূগোল থেকে বিচ্ছিন্ন হয়ে বর্তমানে তিনটি স্বাধীন দেশ। ভারত-পাকিস্তান একই দিনে স্বাধীনতা লাভ করে। পাকিস্তানের সঙ্গে থাকে বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান)। ১৯৪৭ সালের ২৩ বছর পর পাকিস্তান থেকে স্বাধীন হয় বাংলাদেশ।
মহা ধুমধামে এবং স্বাধীনতাকামী বীর শহীদদের স্মরণের মধ্য দিয়ে ৬৯তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এ দিন উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন। এ ছাড়া শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
স্বাধীনতা দিবসের ভাষণে উন্নয়নের পথে ভারতের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন মোদি। এ ছাড়া বিরোধী দলগুলোও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

নিউজবাংলা/একে