মধুপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
নিউজবাং লা: ১৭ আগস্ট, সোমবার:
মধুপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
“দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে মধুপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুকতাদির আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি অফিসার ড. হজরত আলী, সমাজসেবা অফিসার রাজু আহমেদ, ইউপি চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী, সাদিকুল ইসলাম, মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম প্রমুখ।
পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন। জলছত্র এডিপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর সহযোগিতায় মেলায় ২৫টি স্টলে আম, কাঠাল, কমলা, আনারস, কলাসহ দেশী বিদেশী ফল ও ঔষুধি গাছের চারা প্রদর্শণী করা হয়েছে।
নিউজবাংলা/একে