অভিমানে কলেজ ছাত্রের আত্মহত্যা
নিউজবাং লা: ১৭ আগস্ট, সোমবার:
এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
পরিবারের সাথে অভিমান করে বানিয়াচং উপজেলা সদরের দক্ষিণ যাত্রাপাশা গ্রামে মহিবুর রহমান (১৭) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। নিহত মহিবুর ঐ এলাকার বাঁশ ব্যবসায়ী আবুল কালাম মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, সে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। পরে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে ১ম বর্ষে ভর্তি হয়। কিন্তু মহিবুর সেখান থেকে লেখাপড়া করতে রাজি ছিল না। তার ইচ্ছে ছিল গ্রামের কোন কলেজে লেখাপড়া করার। এ নিয়ে তার পরিবারের সাথে কিছু দিন ধরে মনোমালিন্য চলে আসছে। শুক্রবার দুপুরে এ নিয়ে পরিবারে লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যার তার পরিবারে লোকজন ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পায়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
বানিয়াচং সদর থানার অফিসার ইনসার্জ নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত্যুর আগে সে একটি চিরকুট লিখে যায়, যাতে সে লিখে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে ক্ষমা করে দিও”। তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।
নিউজবাংলা/একে