ঢাকা: কয়েক মাস আগেই শুরু হবার কথা ছিল তানিম রহমান অংশু পরিচালিত ‘মায়া’ ছবির শুটিং।
প্রথমদিকে শুটিং হবার কথা ছিল নেপালে। কিন্তু ভূমিকম্পে নেপালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়াতে শুটিং পেছানো হয়। আগামী ১০ অক্টোবর থেকে নেপাল বাদ রেখে বাংলাদেশেই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে।
পরিচালক অংশু বলেন, ‘নেপালের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির জন্য আমরা আগেই শুটিং বাতিল করেছিলাম। কয়েক মাস ধরে উপযুক্ত লোকেশনের সন্ধানে ব্যস্ত ছিলাম। এরমধ্যে আমরা ভুটানও লোকেশন দেখে এসেছি। তবে এখনো পুরোপুরি লোকেশন নির্বাচন করতে না পারলেও কয়েক দিনের মধ্যে তা ঠিক করে ফেলতে পারবো বলে আশা করছি। অক্টোবর থেকে ঢাকায় ছবির শুটিং শুরু করব’।
ছবিটিতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করছেন এ বি এম সুমন ও লাক্স তারকা নীলাঞ্জন নীলা। এটি পরিচালক তানিম রাহমান অংশুর প্রথম ছবি।