নিউজবাং লা: ১৭ আগস্ট, সোমবার:

 

শ্রীপুর(গাজীপুর)সংবাদদাতা:

গাজীপুরের কালীগঞ্জে প্রেমিকের সহযোগীতায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় সোমবার স্থানীয়রা তাকে উদ্ধার করেছে।

বিকেলে কালীগঞ্জ থানা পুলিশ ধর্ষিতাকে থানায় নিয়ে গেছে।

ভিকটিম ও স্থানীয়রা জানায়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের আফসার উদ্দিনের ছেলে মতিউর রহমান ওরফে মতির (২৫) সঙ্গে কিছুদিন ধরে একই উপজেলার জামালপুর ইউনিয়নের বেগম সাহিদা মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। ওই স্কুল ছাত্রীর বাড়ি স্থানীয় জামালপুর ইউনিয়নের বাগমারপাড়া গ্রামে। রবিবার সন্ধ্যায় বেড়াতে যাওয়ার কথা বলে মতি তার প্রেমিকাকে বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের একটি কালভার্টের পাশে নির্জন টেকে নিয়ে যায়। সেখানে মতি তার তিন বন্ধুসহ প্রেমিকাকে নিয়ে কিছুক্ষণ আড্ডা দেয়। এরপর অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথে তিন বন্ধুসহ প্রেমিক মতি ওই স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। রাতভর ধর্ষণ শেষে সোমবার ভোরে ধর্ষকরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গোঙ্গানীর শব্দ পেয়ে ঘটনাস্থল থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনার বর্ণনা দেয় এবং তার প্রেমিক মতিউর রহমান মতিসহ একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাসুদ (২২), শামসুদ্দিনের ছেলে নজরুল (৩০) ও মিনু মিয়ার ছেলে আরিফকে (২৫) অভিযুক্ত করে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ধর্ষনের শিকার ওই স্কুল ছাত্রীকে সেখান থেকে বিকেল ৪টার দিকে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজবাংলা/একে