নিউজবাং লা: ১৭ আগস্ট, সোমবার:

হবিগঞ্জ প্রতিনিধি:

মঙ্গলবার হিন্দু ধর্মলম্বীদের মনষা পূজা। আর এ পূজাকে ঘিরে কারিগরেরা কাটাচ্ছে অত্যন্ত ব্যস্ত সময়। গ্রামে-গঞ্জের একাধিক বাডিতে এ পূজা অনুষ্ঠিত হওয়ায় এ পূজার আমেজ থাকে অন্য রখম। মনষা পূজাকে ঘিরে হবিগঞ্জে প্রতিটি হিন্দু পাড়ায় এখন হইহুলোর সৃষ্টি হয়েছে। সবাই ব্যস্ত রয়েছেন পূজার প্রস্তুতিতে। জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় ছোট বড় সবাই এখন পূজার কাজে ব্যস্ত।

 

 

কথা হয় বানিয়াচং উপজেলার সুবিদপুর গ্রামের পূজারী অপূর্ব চক্রবর্তীর সাথে। তিনি দ্য রিপোর্টকে জানান, অন্য বছরের তোলনা এ বছর পূজা বেশ জমজমাট হবে। বর্তমান সরকার সকল ধর্মের নিরাপত্তা প্রদান করায় আমরা সকল পূজার ন্যায় এ পূজাও সুন্দরভাবে সম্পন্য করতে পারব।

মনষা পূজার আয়োজক একই উপজেলার হারুনী গ্রামে অধীর দাস দ্য রিপোর্টকে জানান, মঙ্গলবার সকার বেলা পূজা শুরু হবে। এর পর দুপুরে অনুষ্ঠিত হবে অঞ্জলী প্রদান। সবশেষ বিকেলে বক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।

এদিকে, মনসা পূজাকে ঘিরে জেলার অনেক এলাকায় বসেছে প্রতিমা তৈরীর হাট। অনেককে আবার নৌকায় করে প্রতিমা বিক্রি করতে দেখা গেছে।

প্রতিমা তৈরীর কারিগর রঞ্জিত পাল দ্য রিপোর্টকে বলেন, অন্য বছরের তোলনায় এ বছর অনেক বেশি প্রতিমা তৈরী করেছি। কারণ এ বছর অগ্রিম অর্ডায় পেয়েছি অনেক বেশি।

অন্য এক প্রতিমা ভাস্কর বিকাশ পাল দ্য রিপোর্টকে বলেন, এক মাস ধরে আমরা এই প্রতিমা তৈরি করছি। এক একটি প্রতিমার দাম ধরা হয়েছে ৬০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত।

তিনি বলেন, প্রতিমা তৈরীর উপকরণ যেমন পাঠ, রং সুতার দাম বেশি হওয়ায় অন্য বছরের তোলনা এ বছর প্রতিমা তৈরীতে খরছ বেশি পড়েছে।

প্রতিমা কিনতে আসা প্রদীপ দাস দ্য রিপোর্টকে জানান, অন্য বছরের তোলনায় এ বছরের মূর্তি সুন্দ্র তবে দাম একটু বেশি।

নিউজবাংলা/একে