নিউজবাং লা: ১৮আগস্ট, মঙ্গলবার:

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সোয়া ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার সাতটিকরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ইমদাদুল হক জানান, রাজশাহী দিকে যাবার পথে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ ২১-১৫৭৮) সলঙ্গার সাতটিকরী এলাকায় মহাসড়কের বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডিার বিস্ফোরণে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে নারীর মৃত্যু হয়।

কারটিতে ওই দুজনই ছিল। ৩৫/৪০ বছর বয়সী ওই দুজনকে দেখে স্বামী-স্ত্রী বলে মনে হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের কাছে পাওয়া একটি ঠিকানার সূত্রধরে স্বজনদের খোঁজা হচ্ছে। নিহতদের লাশ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

নিউজবাংলা/একে