নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার:

মো: শাবিব হোসেন, রাজশাহী:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চালু করা হলো ১৬টি বিশেষায়িত ওয়ার্ড।

রামেক হাসপাতালের নবনির্মিত চার তলা ভবনের ৪র্থ তলায় বিশেষায়িত ওয়ার্ডগুলোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। এসময় মেডিসিন বিভাগের প্রধান ডা. আজিজুল হক, ডা. খলিলুর রহমান, ডা. মাহাবুবুর রহমান খান বাদশা, গ্যাস্ট্রোলজি বিভাগের প্রধান ডা. আব্দুল আলিম, ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. তৌফিক উল ইসলাম মো. বেলাল, নার্সিং সুপারিটিনডেন্ট মনিজ্জা খাতুন, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট আলিয়ারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। নবনির্মিত এ ভবনটির ৪র্থ তলাকে পূর্ব ব্লক ও পশ্চিম ব্লককে দু’ভাগে বিভক্ত করে প্রতিটি ব্লকে ৮টি করে মোট ১৬টি ওয়ার্ড খোলা হয়েছে। পূর্ব ব্লকে ৪২নং ওয়ার্ডে গ্যাস্ট্রো এন্টারোলজি (পুরুষ), ৪৩নং ওয়ার্ডে হেপাটোলজি (পুুরুষ), ৪৪নং ওয়ার্ডে রেসপেরেটরি মেডিসিন (পুরুষ), ৪৫নং ওয়ার্ডে এন্ডোক্রাইনোলজি (পুরুষ), ৪৬নং ওয়ার্ডে এন্ডোক্রাইনোলজি (মহিলা), ৪৭নং ওয়ার্ডে গ্যাস্ট্রো এন্টারোলজি (মহিলা), ৪৮নং ওয়ার্ডে রেসপেরেটরি মেডিসিন (মহিলা), ৪৯নং ওয়ার্ডে হেপাটোলজি (মহিলা) রোগিরা চিকিৎসা সেবা পাবেন। পশ্চিম ব্লকে ৫০নং ওয়ার্ডে সার্জারি ইউনিট-৩ (মহিলা-১), ৫১নং ওয়ার্ডে সার্জারি ইউনিট ৩ (মহিলা-২), ৫২নং ওয়ার্ডে ইউরোলজি (মহিলা), ৫৩নং ওয়ার্ডে হেমাটোলজি ও ডারমাটোলজি (মহিলা), ৫৪নং ওয়ার্ডে ফিজিক্যাল মেডিসিন (পুরুষ), ৫৫নং ওয়ার্ডে হেমাটোলজি ও ডারমাটোলজি (পুরুষ) রোগিরা চিকিৎসা সেবা পাবেন। আর ৫৭নং ওয়ার্ডে এন্ডোসকপি, কলপোসকপি, ব্রোসংকোসকপি পরীক্ষা করা হবে। পূর্বে এসব রোগীদের বিভিন্ন মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা সেবা দেওয়া হতো। এখন এসব ওয়ার্ড চালু করার ফলে এ হাসপাতালের চিকিৎসার মান আরো উন্নত হবে বলে আশা করেন হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন।

নিউজবাংলা/একে