শায়েস্তাগঞ্জে বড় দিঘী থেকে ২৫ লাখ টাকার মাছ চুরি
নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার:
এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের বড় দিঘী থেকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের নানা প্রজাতির মাছ চুরি করে নিয়ে গেছে একটি চক্র।
পরে পুকুরে থাকা ভাসমান মৃত মাছগুলো হরিলুট হয়েছে।
এ ব্যাপারে পুকুরের লীজ গ্রহীতা লুৎফুর রহমান জিতু জানান- তিনি এ পুকুর লীজ নিয়ে ১৯৮৬ সাল থেকে মাছ চাষ করে আসছেন। ২০০৬ সালে লীজ স্থগিত করে রেলওয়ে কর্র্তৃৃপক্ষ। পরে তিনি এর বিরুদ্ধে হাইকোর্টে রীট করেন। তার সাথে মাছ চাষ অব্যাহত রাখেন। এমতাবস্থায় একটি চক্র পুকুরে মাছ ধরা শুরু করে। তারা প্রায় ২৫ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। সকাল হলে চক্রের সদস্যদের সহায়তায় স্থানীয় লোকজন পুকুরে ভাসমান মাছগুলো লুটপাট করে নিয়ে যেতে থাকে।
এ ব্যাপারে তিনি মামলা দায়েরের প্রস্তুুতি নিচ্ছেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হক বলেন, অভিযোগ সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
নিউজবাংলা/একে