ঠাকুরগাঁওয়ে ৭১হাজার টাকার জালনোট সহ আটক-১
নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার:
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ৭১ হাজার টাকার জালনোট সহ হরিমোহন শীল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ ভোর রাত ৫টায় সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত জালনোট ব্যবসায়ী হরিমোহন শীল দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের মৃত সুশীল শীলের ছেলে।
ডিবি পুলিশ জানায়, সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষদের সাথে প্রতারণা করে আসছিল। সংবাদ পেয়ে ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই আবুল বাশার ও এএসআই সাইফুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় ওই ইউনিয়নের ফুটবল খেলার মাঠে জালনোট ব্যবসায়ী এক ব্যক্তির কাছে টাকা লেনদেন করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার শরীর তল্লাসী করে এক হাজার টাকা জালনোটের ৭১ হাজার টাকা উদ্ধার করে।
ডিবি পুলিশের ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজবাংলা/একে