টাঙ্গাইল: মাদক সেবনের দায়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় তিন মাদকসেবীকে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রফিকুল ইসলাম এ আদেশ দেন। দ-প্রাপ্তরা হলেন, শোলাপ্রতিমা এলাকার দেলোয়ার হোসেন (৪৫), রফিকুল ইসলাম হাসু (৩২) ও প্রতাপ সরকার (২৮)। পুলিশ জানায়, ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেলে মাদক সেবনের দায়ে উপজেলার শোলাপ্রতিমা বাজার এলাকা থেকে তিন মাদকসেবীকে আটক করা হয়। পরে বুধবার সকাল ১১টার দিকে দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম হাসু ও প্রতাপ সরকারকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদ-ের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রফিকুল ইসলাম এঘটনা নিশ্চিত করেছেন।