নবীগঞ্জে হত্যা মামলার আসামী গ্রেফতার
নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার:
এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি:
জলমহাল বিরোধকে কেন্দ্র করে নবীগঞ্জে চয়ন দাশ (৩০) হত্যাকান্ডের ঘটনায় মামলার-অজ্ঞাতনামা আসামী ময়নুল ইসলাম ময়না (৪০) নামের এক ব্যক্তিকে মার্কুলী ফাঁড়ি পুলিশের সহযোগীতায় গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।
গতকাল রাতে স্থানীয় চকবাজার নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক দৌলতপুর গ্রামের লাখাই মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে জলমহালকে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামে এসে বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের লোকজন কর্তৃক হামলায় চালিয়ে চয়ন দাশের বুকে টেটার, গলায় পিকলের এবং মাথায় রামদা দিয়ে আঘাত করে। ওই দিনই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে গত শুক্রবার দুুপুরে তাকে আইসিইউ’তে লাইফ সার্পোটে রাখা হয়। ২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত শনিবার সকাল সোয়া ৯টার দিকে চয়ন দাশ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকালে মার্কুলী ফাড়িঁ ইনর্চাজ জিয়াউর রহমান একদল পুলিশসহ ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ হানা দিয়ে চকবাজার থেকে ময়নাকে গ্রেফতার করেন।
নিউজবাংলা/একে