নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার:

এম এ আই সজিব, হবিগগঞ্জ প্রতিনিধি:

শায়েস্তাগঞ্জে নতুন ব্রীজ এলাকা থেকে এক স্কুল ছাত্রীকে সিএনজি করে তুলে নিয়ে কবরস্থানের পাশে গণধর্ষণ করেছে লম্পট এনজিও কর্মী ও তার সহযোগীরা।

এ ঘটনার পর থেকে লম্পট এনজিও কর্মী ও তার সহযোগীরা উধাও হয়েছে গেছে।

জানা যায়, গত রাত ৮টায় চুনারুঘাট উপজেলার গোপালপুর গ্রামের এক স্কুল ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বানিয়াচঙ্গে সৌরবিদ্যুৎ প্রকল্পে কর্তব্যরত সুনামগঞ্জ জেলার শাহপুর গ্রামের আফতর আলীর লম্পট পুত্র মোজাম্মেল ও তার সহযোগীরা একটি সিএনজিতে করে তুলে নিয়ে চুনারুঘাট উপজেলার শাকির-মাহমুদ এলাকার একটি কবরস্থানে পাশে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। পরে তার শোর-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে লম্পটরা পালিয়ে যায়। স্থানীরা তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজবাংলা/একে