জেনে নিন সেলফি তোলার নিয়ম!
নিউজবাংলা: ২২আগষ্ট,শনিবার:
ঢাকা: আমাদের দৈনন্দিন জীবনের সেলফি কিভাবে ব্যবহার করতে হবে সেই বিয়য়ে ২০১৪ সালে দ্য টাইম ম্যাগাজিন ২৫টি সেরা নির্দেশনা যুক্ত করেছে। আমরা প্রতিদিন ফেইসবুকসহ নানা সামাজিক যোগাযোগের মাধ্যমে সেলফি তুলে লাইক দেই। টাইমস ম্যাগাজিনের আলোকে এই সেলফি নিয়ে আলোকপাত করা হলো:
অনুমতি : সেলফি তোলার আগে অবশ্যই নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছেঅনুমতি নিতে হবে। নিজের আনন্দে না ভেসে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার পরেই সেলফি তুলতে হবে।
নিরাপত্তা : সেলফি তোলার আগে নিজের নিরাপত্তার বিষয়েও সজাগ দৃষ্টি দিতে হবে। দেখা গেল সেলফি তোলার সময় পেছন দিয়ে আঘাত আসতে পারে। এই পরিস্থিতি থেকে নিজেকে নিরাপদ রেখে সেলফি তুলতে হবে।
অমানবিক : আপনার সেলফি যেন কারো জন্য বেদনা না হয়। সেলফি তোলার সময় এ বিষয়ে খেয়াল রাখতে হবে। অপরের বেদনা যেন আপনার সেলফি না হয়। এমন অমানবিক আচরণ থেকে বিরত থাকতে হবে।
পরিবেশ : আপনি যেখানে সেলফি তোলছেন সেখানের পরিবেশ আপনার অনুকূলে আছে কিনা প্রথমে বিবেচনা করতে হবে। দেখা গেল হাসপাতালের সামনে আপনি সেলফি তোলছেন ভেতরে জীবন নিয়ে রোগিরা যুদ্ধ করছে। আপনি কোথায় সেফফি তুলছেন এটি বিবেচনায় রাখতে হবে।
সঠিকতা যাচাই : সেলফি তোলার যথাযথ নিয়ম ও সঠিকতা যাচাই করতে হবে। দেখা গেল সামনে কোন মা মেয়ে কথা বলছে আপনি সেলফি তুলছেন। আপনার এ সেলফি সম্মুখের ব্যক্তিদের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে। এমন অবস্থায় সেলফি তোলা থেকে বিরত থাকতে হবে।
নিষিদ্ধ স্থানা: যেখানে সেলফি তোলা নিষিদ্ধ সেখানে না তোলাই ভাল হবে। ঘুম থেকে উঠা, অফিসে পৌঁছানো, লাঞ্চে বসে সেলফি তোলার নিষেধ নেই তবে এ ক্ষেত্রে না তোলাই ভাল।
নিউজবাংলা/একে