খুন করে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক, কিশোর গ্রেফতার
নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:
ঢাকা: আমাদের এই আজব দুনিয়ায় আজব সব লোকজনের বসবাস। আবার তাদেরই আজব সব আচারন। এসব আচারনের মধ্যে রয়েছে কিছু ব্যাতিক্রম আচারন। যাদেরকে আমরা বৃকিত মানুষিতার মানুষ বলেই জানি। এসব মানুষ এমন সব কান্ড করে যা নিজেদের বিশ্বাস করতেই কষ্ট হয়।
মাত্র ৯ বছরের এক বালকের সঙ্গে যৌন কার্যকলাপ করতে চেয়েছিল ১৭ বছরের এক কিশোর। বালকটি রাজি না হওয়ায় তাকে খুন করে মৃতদেহের সঙ্গেই যৌন লালসা পূরণের চেষ্টায় মেতেছিল এক বিকৃতকাম কিশোর।
এই অভিযোগে কেরলের ভিজহিনজাম এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসে সোমবার। যখন পুলিশ নয় বছরের ওই বাচ্চাটির দেহ খুঁজে পায়।
পরে তদন্তে নামতেই সূত্র ধরে গ্রেফতার করে অভিযুক্ত কিশোরকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরটি মোবাইলে একটি পর্ন সিনেমা দেখছিল। সেটার দেখাদেখি সে ওই বালকটির সঙ্গে সেটা করতে গিয়েছিল। এজন্য সে তাকে জোর করে কাছের একটি জলাশয়ে মাছ ধরার জন্য নিয়ে যায়।
সেখানে গিয়ে বালকটির সঙ্গে জোর করে পেরে না উঠে পাশে পড়ে থাকা মদের বোতল দিয়ে সজোরে আঘাত করে। ঘটনায় মৃত্যু হয় বালকটির। পুলিশের কাছে জেরায় সে জানিয়েছে, মারার পরে বালকটির সঙ্গে যৌন সংসর্গ করেছে সে। পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করেছে।
নিউজবাংলা/একে